সাকিব আল হাসানের এক পোস্ট থেকে যে বিতর্কের সূত্রপাত, সেটা চলছে আজও। সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ।
ফলো করুন
সাকিব আল হাসান ও আসিফ মাহমুদ
সাকিব আল হাসান ও আসিফ মাহমুদপ্রথম আলো গ্রাফিকস
সেই একই রকম ফেসবুক পোস্ট। কার উদ্দেশে বলছেন, কোনো নাম নেই। তবে যাঁরা বোঝার, তাঁরা ঠিকই বুঝছেন, কথাগুলো কাকে নিয়ে বলা।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও তাই উল্লেখ করতে হয়নি, তিনি স্ট্যাটাসে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাই বুঝিয়েছেন।
গতকাল (২৮ সেপ্টেম্বর, রোববার) সাকিব আল হাসানের এক পোস্ট থেকে যে বিতর্কের সূত্রপাত, সেটা চলছে আজও। সাকিবের সেই পোস্টের পর আসিফ মাহমুদের স্ট্যাটাস, তারপর সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিয়েছেন আসিফ।
আজ বিকেল পাঁচটার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’
এটুকু লেখার পর আসিফ ইংরেজিতে যোগ করেছেন, ‘ইউ নো হু।’ মানে কথাগুলো কার, সেটা আপনারা সবাই-ই জানেন।